মহান গ্রিক নাট্যকার Sophocles এর বিখ্যাত দক্ষিণ নাটক হলো Oedipus Rex মূলত অডি প্লাস হলো একটি এথেনিয়াম ট্রাজেডি।
নাটকটির চরিত্র হলেন :
- ইডিপাস (Oedipus) - থিবসের রাজা, যিনি একটি অভিশাপের শিকার হয়ে নিজের পিতাকে হত্যা করেন এবং মাকে বিয়ে করেন।
- জোকাস্টা (Jocasta) - ইডিপাসের মা ও স্ত্রী, থিবসের রানি।
- ক্রিয়ন (Creon) - জোকাস্টার ভাই, থিবসের শাসক।
- টায়রেসিয়াস (Teiresias) - একজন অন্ধ ভবিষ্যদ্বক্তা।
- লায়াস (Laius) - ইডিপাসের পিতা এবং প্রাক্তন রাজা।
- ম্যাসেঞ্জার (Messenger) - করিন্থ থেকে আগত বার্তাবাহক, যিনি ইডিপাসের জন্ম রহস্য উন্মোচন করেন।
- চোরাস (Chorus) - থিবসের প্রবীণদের দল, যারা নাটকের ঘটনাগুলো ব্যাখ্যা করে।
প্রাচীন গ্রিসে Corinth বলে একটা রাজ্য ছিল। সেই রাজ্যের মহারাজা ছিল Polybus এবং মহারানী ছিল Merope . তারা ছিল নিঃসন্তান। একদিন এক দুত মহারাজা এবং মহারানীর হাতে তুলে দিলেন একটি নবজাতক শিশু। রাজা এবং রানী উভয়েই শিশুটিকে খুবই উৎসাহের সাথে গ্রহণ করলেন। এবং তারা একে সন্তান হিসেবে প্রতিপালন করার প্রতিজ্ঞাবদ্ধ হন। এই শিশুটির নাম দেয়া হয় ইডিপাস। ইডিপাস কথার অর্থ হল (ফুলে থাকা পা ) এই নাম দেয়ার কারণ হলো শিশুটিকে ভয়ানক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। শিশুটির রাজ্যে রাজা রানীর আদরে বড় হতে থাকলো। মূলত শিশু পুত্র ইডিপাস তার জন্মের আসল রহস্য জানতো না। সে রাজা রানীর সন্তান হিসেবেই নিজেকে গর্ব করে বলতো। একদিন এক নেশাগ্রস্থ ব্যাক্তি উত্তেজিত হয়ে ইডিপাস কে বলল যে সে রাজা রানীর পুত্র নয়। এই কথা শুনে ইডিপাস বিকলিত হয়ে উঠলো।
সে তার জন্মের আসল রহস্য জানার জন্য ব্যাকুল হয়ে উঠলো। সে সূর্য দেবতার পুরোহিতের সঙ্গে পরামর্শ করলেন। পুরোহিতরা সূর্য দেবতার আশীর্বাদে ভবিষ্যৎ দেখতে পেতেন। ইডিপাস নিজের পরিচয় জানতে চাইলেন পুরোহিতদের কাছে। কিন্তু পুরোহিত সেই প্রশ্নের উত্তর দিলেন না। ইডিপাস এখানে জানতে পারলেন না তিনি আসলে কার সন্তান। কিন্তু পুরোহিত যা ভবিষ্যৎবাণী করলেন তাতে ইডিপাস সমস্যা আরো বেড়ে গেল। পুরোহিত বলল সে তার বাবাকে হত্যা করবে এবং তার মাকে বিবাহ করবে। এই ভবিষ্যৎবাণী শোনার পরে ইডিপাসর মনে এক ভয়ংকর ঝড় উঠলো। তিনি বুঝে উঠতে পারলেন না কি করা উচিত।
সে মনে মনে চিন্তা করল এই ভবিষ্যৎবাণীকে কোনভাবেই সত্য হতে দেয়া যাবে না। তাই তিনি মনে মনে ঠিক করলেন অন্য রাজ্যে চলে যাবেন। এরই পরিপেক্ষিতে ইডিপাস নিজের পিতৃক ত্যাগ করে অন্য রাজ্যে পলায়ন করলেন। নিজের রাজ্য ত্যাগ করে প্রতিবেশী রাজ্য থিবস এসে পৌঁছালেন। তিনটি রাস্তার মিলনস্থলে রাস্তা পার হওয়াকে কেন্দ্র করে ইডিপাসের সঙ্গে এক অপরিচিত ব্যক্তির তর্কের সৃষ্টি হল। বিবাদ ক্রমেই ঘনীভূত হলো এবং একপর্যায়ে অস্ত্র দ্বারা ইডিপাস সেই ব্যক্তিকে হত্যা করলো। ব্যক্তিটি খুবই সম্ভ্রান্ত পরিবারের ছিল এবং তার সঙ্গে অনেক ব্যক্তিগত ছিল যাদের সবাইকে ইডিপাস হত্যা করেছে। শুধুমাত্র একজন সৈনিক কোনোভাবে পালাতে সক্ষম হয়েছিল। ইডিপাস শহরে প্রবেশ করলেন এবং শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক ভয়ানক প্রাণীর সঙ্গে তার সাক্ষাৎ হলো। এই ভয়ানক প্রাণীর অর্ধেকটা মানুষের মত এবং বাকি অর্ধেক সিংহের মতো দেখতে। মানুষের মুখ সিংহের দেহ এবং দুটি বিশাল আকৃতির ডানা যুক্ত ব্যক্তিটিকে পরাস্ত করা ছিল অসম্ভব ব্যপার।
ইডিপাস কে প্রশ্ন করল এবং শর্ত দিল যে প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলে সে ইডিপাসকে হত্যা করবে। আর যদি ইডিপাস সঠিক উত্তর দিয়ে দেয় তাহলে স্ফিংকস নিজে আত্মহত্যা করবে। সে প্রশ্ন করল কোন প্রাণী দুপুরের আগে চার পায়ে দুপুরবেলা দুই পায়ে এবং দুপুর বেলার পরে তিন পায়ে হাঁটে। ইডিপাস শক্তিশালী সঙ্গে খুব জ্ঞানী ছিল। তিনি চিন্তা ভাবনা করে উত্তর দিলেন মানুষ। কারণ মানুষ শৈশবে হামাগুড়ি দিয়ে হাটে কৈশোর বয়সে বুকে বল নিয়ে দুই পায়ে হাটে এবং বৃদ্ধ বয়সে দুই পায়ের সঙ্গে একটি লাঠিও ব্যবহার করে হাঁটার জন্য। উত্তর শুনে স্ফিংকস নিজের কথামতো আত্মহত্যা করল। Thebes স্নগরেতে প্রবেশ করার পরে থিবস নাগরিক ইডিপাস কে রাজা হিসেবে গ্রহণ করল। কারণ থিবসের রাজার রহস্যজনক মৃত্যু হয়েছিল তাই ও তখন ওইখানে কোন রাজা ছিল না। আর যেহেতু ইডিপাস একজন শক্তিশালী পুরুষ তাই তাকে রাজা হিসেবে নিযুক্ত করল। রাজা হওয়ার সঙ্গে সঙ্গে ইডিপাস ওই রাজ্যের রানী কে বিবাহ করলেন এবং রাজত্ব শুরু করলেন।
ডেলফিক ওরাকলের সন্ধান:
কিছুদিনের মধ্যে সেখানে মহামারীর দেখা গেল। থিবসর প্রজারা ইডিপাস এর কাছে এসে প্রার্থনা করলেন। ইডিপাস প্রজাতের আশ্বস্ত করলেন এবং ক্রেয়নকে ডেলফিক ওরাকলের কাছে পাঠালেন উপায় জানার জন্য। মহারানীর Jocasta ভাই ছিলেন ক্রেয়ন । তখন সূর্যের পুরোহিতরা বলল পূর্বের রাজার হত্যাকারীকে শাস্তি দেয়া হলেই এই মহামারী দূর হবে। ইডিপাস এর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে সেই হত্যাকারী যেই হোক না কেন সে তাকে শাস্তি দিবে। এখানে এটি পাস নিজে জানেনা যে আগের রাজার হত্যাকারী এটি পাক নিজেই। এখানে ইডিপাস নিজের সত্য জানতেন না তাই সত্য জানার জন্য অন্ধ ভবিষ্যৎবাণী করা ব্যক্তির টাইরেসিয়াস এর শরণাপন্ন হলেন। সকলে কাছে টাইরেসিয়াস একজন জ্ঞানী মানুষ হিসেবে জানে। ইডিপাস প্রশ্ন করলেন কে সেই হত্যাকারী যে এই রাজ্যের রাজা কে হত্যা করেছেন।
অন্ধ ভবিষ্যৎবাণী সবকিছু শুনলেন কিন্তু কোন কথার উত্তর দিলেন না শুধু বললেন সময় হলে সব কিছু আপনা আপনি বের হয়ে আসবে। এতে ইডিপাস রাগান্বিত হলেন এবং অন্ধ ভবিষ্যৎবাণীকে বিভিন্নভাবে উত্তেজিত করতে লাগলেন। তখন টাইরেসিয়াস উত্তেজিত হয়ে বলে উঠলেন তুমি হলে সেই হত্যাকারী। এই কথা শুনে ইডিপাস হতবাক হল । আবার সে পুনরায় রাগান্বিত হলেন। এমনকি রানী Jocasta এই কথা বিশ্বাস করতে চাইলেন না। টাইরেসিয়াস আরো বলে উঠলেন যে ইডিপাস যখন তার পরিচয় জানতে পারবেন তখন সে আরো লজ্জিত হবে। ভবিষ্যৎ বাণী করা টাইরেসিয়াসকে সম্পূর্ণ কিছু খুলে বলার জন্য আদেশ দিলেন। কিন্তু টাইরেসিয়াস আর কিছুই বললেন না।
সবার অনুরোধে ইডিপাস শেষ পর্যন্ত রাজমহলের চলে এলেন। এবং আসার আগে টাইরেসিয়াসকে অপমানিত করলেন এবং বিশ্বাসঘাতক বলে আশ্বাস দিলেন। রাজমহলে রাজা ইডিপাস চিন্তিত, রানী Jocasta ইডিপাসকে বোঝানোর চেষ্টা করলেন যে সমস্ত ভবিষ্যৎ বাণী সত্য হয় না। তিনি এই প্রসঙ্গে অতীতের এক ভবিষ্যৎবাণীর কথা তুলে আনেন। তিনি বলেন অতীতে এই ভবিষ্যদ্বানী হয়েছিল যে কুইন Jocasta এবং কিং Laius সের নিজের পুত্র তার পিতাকে হত্যা করবে। এবং সে কুইন Jocasta কে বিবাহ করবেন। এই কথা শুনে কিং Laius শিশুটিকে হত্যার নির্দেশ দেয় এবং সেই নির্দেশে শিশুটি মারা গেছে।
সত্য উদঘাটন:
ইতিমধ্যে ইডিপাস র নিজের রাজ্য Corinth থেকে এক দুত এ রাজ্য এসে উপস্থিত হন। সে বলেন যে ইডিপাসর পিতা রাজা Polybus স্বাভাবিক মৃত্যু হয়েছেন এবং সিংহাসন শুন্য। তাই ইডিপাসের নিজ রাজ্যে ফিরে আসা উচিত। ইডিপাস কিন্তু ফিরে আসতে চান না। তিনি বলেন যে এই ভবিষ্যৎবাণী নিয়ে তার কোন চিন্তা করার দরকার নাই কারণ সে তাদের আসল সন্তান না। সেই শৈশবকালে ইডিপাস তাদের হাতে তুলে দিয়েছিলেন। তিনি ইডিপাসকে এক পরিচালকের হাত থেকে পান যিনি শিশুটিকে হত্যা করতে চেয়েছিলেন। ইতিমধ্যে বৃদ্ধ পরিচালক সেখানে উপস্থিত হন এবং সবার সামনে সমস্ত কিছু স্বীকার করেন। Thebes থেকে আসা বৃদ্ধ দুত সেই পরিচালক কে চিনতে পারেন।
বিধ্বস্ত ইডিপাস:
রানী Jocasta এবং মহারাজা ইডিপাস র কাছে সমস্ত কিছু সত্যি হয়ে যায়। ইডিপাস বুঝতে পারলেন Jocasta ই হলো তার জন্মদাতা মা। এবং কিং লিয়াস হল তার জন্মদাতা পিতা। রানী Jocasta লজ্জায় ঘিননাই আত্মহত্যা করলেন। রাজা ইডিপাস নিজেকে অন্ধ করে নিজেকে নির্বাসন করলেন। এবং নিজের কথা রাখলেন। সিংহাসনের দায়িত্ব দিলেন Jocasta ভাই Creon কে। এবং অনুরোধ করলেন ইডিপাস এবং Jocasta পুত্র কন্যাদের যেন সঠিক প্রতিপালন হয়। এরপর ইডিপাস নির্জনে জীবন অতিবাহিত করেন।
কেন এইডি পাশের সাথে এরকম ঘটলো:
আসলে এর উত্তর লুকিয়ে আছে কিং Laius র অতীতের মধ্যে। ইডিপাস র সঙ্গে যা কিছু ঘটলো তা হচ্ছে কিং Laius র পাপের ফল। কিং লিয়াস যৌবনে মহারাজা ফিলাপের অতিথি ছিলেন। তিনি ফিলোস এর কনিষ্ঠ পুত্রের শিক্ষাবার গ্রহণ করলেন অতিথি থাকাকালীন সময়ে। কিন্তু তিনি ফিলাপের কনিষ্ঠ পুত্রকে যৌন নিপীড়ন করেন। ফলস্বরূপ লজ্জায় রাগে ফিলাপসের কনিষ্ঠ পুত্র আত্মহত্যা করে। এই ঘটনার কারণবশত কিং লিয়াস এবং তার বংশ অভিশপ্ত হন। এইডিপাস কিং লিয়াসের পুত্র হওয়ার কারণবশত সে জন্ম থেকেই অভিশপ্ত ছিল। আর সেই জন্যই ইডিপাস র সাথে এই ভয়ানক ঘটনা ঘটে। কিন্তু কিছু সমালোক মনে করেন এইডিপাস র ক্রোধ এবং সত্য জানার অতিরিক্ত আকাঙ্ক্ষায় ই ইডিপাস পতনের কারণ। পরিশেষে বলা যাইতে পুরো ঘটনাটা খুবই দুঃখজনক। কিন্তু আধুনিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে ইডিপাস র কোন দোষ পাওয়া যায় না। যে জন্ম থেকে অভিশপ্ত তার করারই বা কি আছে। অর্থাৎ আধুনিক দৃষ্টিপাত থেকে আমরা ইডিপাস কে দোষী মনে করতে পারি না।