রূপবতী
জানো কি রূপবতী তোমার ঐ রূপ
কত শত প্রেমিককে করিয়েছে মূক,
একাধারে আনমনে চেয়ে থাকতে
মনগভীরে আকাংক্ষা জাগছে।
রূপে তুমি অপরূপা খুবই রূপসী
ব্যবহার আচরণে প্রকটিত বেশি,
হাসি দেখে যেন মোর নেশা হয়ে যায়
নিমিষে হৃদয় ভাবনায় হারায়।
মাঝেমাঝে মনে হয় তুমি জোনাকি
জ্যোতিহীনতায়ও যাও স্মৃতি আঁকি,
দূর হতে লক্ষিত হয় না কভু
কত দামি তোমা ঐ রুপজ্যোতি আঁখি।
জানার আকাংক্ষা তুমি কি ক্রোধি
ক্রুদ্ধ হয়ে থাকো যদি,
কেমন সে ক্রোধ সেটাও কি মিষ্টি
এ অধমের প্রতি হয়েছে কি সৃষ্টি?
ভাগ্যশালী সে যে পেয়েছে তোমায়
দোয়া করি সেও যেন তোমা ন্যায় হয়,
সুখ পাবে এক ঝুড়ি একদা তুমি
তবে মনে রাখবেনা সেদিন আমায়।
হৃদপুরে কোন কথা জমেছে কি
নির্ভয়ে বল আমি তো আছি,
শ্রবণ করতে তোমা অব্যক্ত বুলি
অথবা হৃদের ক্ষদ্র ব্যথাগুলি।
ওগো তুমি চেনো না নিজেই নিজেকে
তোমায় অবিকল হয়না যে,
ধন্য আমি তোমার বন্ধুত্ব পেয়ে
বাঁচার আকাংক্ষা তোমা স্মৃতি নিয়ে।