For More Update Visit Here. Guidance

বাংলা প্রেমের কবিতা - ওই শুনছো

প্রশংসা করব রুপের তোমার তুমি মোর স্বপ্নের তুমিটাকে দেখো.. বাংলা কবিতা কবিতা ওই শুনছো, রাতুল সমগ্র, বাংলা কবিতা সাহিত্য, bangla kobita, ratul somogro

 

ওই শুনছো 


ওই শুনছো 

চলোনা ধরা ছেড়ে এক অদ্ভুত জায়গায় 

তারাভরা জোনাকিমাখা একাকি সন্ধ্যায়,

যেখানে রবেনা ক্লেশ - পুলক

জানিনা হবো কি সুখি

রবেনা তবে শোক।


করবো কি সেথায়?

নিজেদের দেখবো ;

আমার আঁখিতে তোমায়

 তোমার নয়নে আমায়।

ভুলে যাবো সকলের কথা

সকল পুলক সকল ব্যাথা।

বাংলা কবিতা কবিতা - ওই শুনছো, রাতুল সমগ্র, বাংলা কবিতা সাহিত্য, bangla kobita, ratul somogro


শতকথা হবে তোমা আমার

না গত না আগামী শুধু আজ,

না কোন চিন্তা না কোন কাজ

গলা কলসি আগ্রহ নিয়ে

দেখবো তোমার সাজ।


তুমি বরং মূক হয়ে থেকো

মনে মনে অদ্ভুত স্বপ্ন এঁকো,

প্রশংসা করব রুপের তোমার

তুমি মোর স্বপ্নের তুমিটাকে দেখো।



একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.
একটি মন্তব্য পোস্ট করুন