ওই শুনছো
ওই শুনছো
চলোনা ধরা ছেড়ে এক অদ্ভুত জায়গায়
তারাভরা জোনাকিমাখা একাকি সন্ধ্যায়,
যেখানে রবেনা ক্লেশ - পুলক
জানিনা হবো কি সুখি
রবেনা তবে শোক।
করবো কি সেথায়?
নিজেদের দেখবো ;
আমার আঁখিতে তোমায়
তোমার নয়নে আমায়।
ভুলে যাবো সকলের কথা
সকল পুলক সকল ব্যাথা।
শতকথা হবে তোমা আমার
না গত না আগামী শুধু আজ,
না কোন চিন্তা না কোন কাজ
গলা কলসি আগ্রহ নিয়ে
দেখবো তোমার সাজ।
তুমি বরং মূক হয়ে থেকো
মনে মনে অদ্ভুত স্বপ্ন এঁকো,
প্রশংসা করব রুপের তোমার
তুমি মোর স্বপ্নের তুমিটাকে দেখো।