রহস্যময়ী
দেখেছি তোমায় ওগো রূপসী
ওমা! কি সুন্দর তোমা হাসি,
চক্ষুমাঝে কিছুতো আছে নন্দন চাহনি
হৃদকথা এতে লেখা রয়েছে ভালো বড় তুমি।
ওমন করে চাও কেন
কে ভাসে ও চোখে,
বেশি পড়লে মন নাও না তুমি
ডেকে ঐ লোকটাকে।
দেখিনি তোমাকে চটতে কভু
হয়েছ কভু রুষ্ট?
শুধু কি সদা গিয়েছ হেসে
নাকি পেয়েছ কষ্ট?
কখনো মনে হয় চনি তোমাকে
কখনো লাগে অচেনা,
রহস্যময়ী তুমি যুবতী
জটিল ও হৃদ কেনা।
তোমাতে রয়েছে তৃষ্ণাত্বের জল
রয়েছে অমৃত,
নাজানি তোমার প্রেমের লাগি
কত হয়েছে মৃত।
সখি তুমি রেখে মনে আমাকে
আছি যতকাল বেঁচে,
জানবো তবুও ছিলাম কোন
রহস্যময়ীর মনমাঝে।