For More Update Visit Here. Guidance

বাংলা প্রেমের কবিতা - রহস্যময়ী

বাংলা কবিতা - রহস্যময়ী, প্রেমের কবিতা, রাতুল সমগ্র, বাংলা কবিতা সাহিত্য

 




রহস্যময়ী


দেখেছি তোমায় ওগো রূপসী

ওমা! কি সুন্দর তোমা হাসি,

চক্ষুমাঝে কিছুতো আছে নন্দন চাহনি 

হৃদকথা এতে লেখা রয়েছে ভালো বড় তুমি।


ওমন করে চাও কেন

কে ভাসে ও চোখে,

বেশি পড়লে মন নাও না তুমি

ডেকে ঐ লোকটাকে।


দেখিনি তোমাকে চটতে কভু

হয়েছ কভু রুষ্ট? 

শুধু কি সদা গিয়েছ হেসে

নাকি পেয়েছ কষ্ট? 



কখনো মনে হয় চনি তোমাকে

কখনো লাগে অচেনা,

রহস্যময়ী তুমি যুবতী

জটিল ও হৃদ কেনা।


তোমাতে রয়েছে তৃষ্ণাত্বের জল

রয়েছে অমৃত,

নাজানি তোমার প্রেমের লাগি

কত হয়েছে মৃত।


সখি তুমি রেখে মনে আমাকে

আছি যতকাল বেঁচে, 

জানবো তবুও ছিলাম কোন

রহস্যময়ীর মনমাঝে।


একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.
একটি মন্তব্য পোস্ট করুন