For More Update Visit Here. Guidance

বাংলা কবিতা - হবে দেখা

সবাই তো হেসেই ভরব দেয় মন তবি রয়ে যায় ফাঁকা এককোন, তুমি কেঁদে করে দিও সেটাই পূরণ। বাংলা কবিতা, রাতুল সমগ্র

 



হবে দেখা


জানি একদিন হবে দেখা

এসো তুমি নিশ্চুপে একা একা

জীবনপথ তখনও আঁকাবাঁকা। 


এসো হিমেল হাওয়া সাথে নিয়ে

মেঘাচ্ছন্ন গগনো আসবে সাথে,

কি বলবে আমায় পারবেনা ভাবতে

পাবেনা সময় আসার পথে।


চমকাবে হয়তো লক্ষিলে আমায়

যতকথা বক্ষঃস্থলে রাখবে জমায়,

চিরে বেরুতে চাইবে তোমায়।


চেষ্টা করবে রুখতে বন্যা

একসাথে বইবে বৃষ্টি ঝর্ণা, 

বুঝাবে আপনারে দুর্বল আরনা

তবুও ঝড়বে অশ্রু-কান্না।



আমি অভ্যস্ত নিজেকে রুখতে

তোমায় দেখে ক্লেশ ভুলতে,

শুনব সবই খেদ যত

তোমা হৃদমাঝে করবে ক্ষত।


না হয় হাসালাম তোমায় আমি

তোমাকে খুশি করার মন্ত্র জানি,

পুরোনো দিনের সেই পাগলামি। 


তুমি খুলে হৃদ বলো সব কথা

লুকিয়োনা সেদিন কোন মনব্যাথা,

শুনবো সবই বলবোনা কিছু

বন্ধু তোমায় করবোনা নিচু।


সবাই তো হেসেই ভরব দেয় মন

তবি রয়ে যায় ফাঁকা এককোন,

তুমি কেঁদে করে দিও সেটাই পূরণ। 


একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.
একটি মন্তব্য পোস্ট করুন