সুখতারা
আমার একলা আকাশ তোমার আশায়
হলো দিশেহারা,
তুমি শুন্যতাকে পূর্ণ করতে
আসবে কি সুখতারা?
আমি চেয়েছি শুধু ভালোবাসা
দিও না হয় একবিন্দু,
আমি তোমার নামে দিব লিখে
এ মনে প্রেমসিন্ধু।
আমায় অন্ধকারে করো সাহায্য
একটু যতি দিয়ে,
ওই রবির মুখটা দেখা গেলে
যেও না হয় চলে।
আমার গগণ ওগো শুন্য বড়
আঁধারমাঝে আমি,
তাই পড়িনা চোখে কারো
সবাই হয়েছে দামি।
আমার ভালোবাসার মানুষগুলো
যাচ্ছে দূরে সরে,
তুমি প্রদীপ হয়ে জ্বলো না হয়
আমার হৃদয়পুরে।
তুমি মোমের মতই দাও না আলো
ক্ষণকাল তবে,
তাও তো মোর হৃদয় কিঞ্চিৎ
প্রশান্তি কুড়াবে।
তুমি কান্না হয়েও আসতে পারো
আমার আঁখিতে,
ঝর্ণা হয়ে বয়ে গিয়ে
দুঃখ মেটাতে।