For More Update Visit Here. Guidance

বাংলা কবিতা - মডার্ন প্রেম

চাপাবাজী দিয়ে শুরু চাপাবাজী দিয়ে শেষ, অভিনয় আর ভূয়া অনুভূতির ছড়াছড়ি হয় বেশ। বাংলা কবিতা সাহিত্য, রাতুল সমগ্র, রাতুল হোসেন

   

   মডার্ন প্রেম


চাপাবাজী দিয়ে শুরু

চাপাবাজী দিয়ে শেষ, 

অভিনয় আর ভূয়া অনুভূতির 

ছড়াছড়ি হয় বেশ।


নেই শুধু এটা নগরসীমাতে

আক্রান্ত সমগ্র দেশ,

গ্রাম - গ্রামান্তেও লক্ষিত আজ

কিশোরীর খোলা কেশ।


কখনো জনে দুজনেই তারা

বাসেনি ভালো কেউই,

তবুও বলে তোমার প্রেমদীপে

করেছি মনঘর আলো।


সেকেন্ডে সহস্র মিনিটে হাজার বার

বলে তারা লাভ ইউ জান,

এতবড় ঝুঁট বলতে কি তাদের

একটুকুও কাপেনা প্রাণ? 



কখনো আবার একজন মডার্ন

আরেকজনের প্রথম প্রেম,

নিত্য নতুন অনুভূতি তার

বোঝেনা চলছে গেম।


যখন জানে ভাঙে যেন কাচ 

নিঃশব্দে তার মাঝে,

ভুলে যায় সে সত্যকারের প্রেম

বলে কোন কিছু আছে।


হৃদমাঝে তার শুরু হয় ঝড়

এ ঝড়ে সে একা পোড়েনা,

বহু নিষ্পাপ ছেলে বা মেয়েকে

সইতে হয় এ বেদনা। 


মডার্ন প্রেমে প্রেম ছাড়া তুমি

আর সবকিছুই খুঁজে পাবা,

দুদিনের জন্য হলেও সেরা

সমগ্র জীবন যায়ানা ভাবা।


একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.
একটি মন্তব্য পোস্ট করুন