খোলা চোখ
বলছে হৃদয় ডুবে যা
ঐ ঝিলময় নন্দন আঁখিতে,
বলছে হৃদয় সরাসনা নয়ন
এমন কি আর পাবি রে।
বড় নন্দন এ দৃশ্য
বড় সুন্দর রূপসী,
বড় ভালো লাগে ঐ চাহনি
বড় হৃদকাড়া ঐ হাসি।
মরণ যদি চলে আসে
চাইবো তখন তোমা দেখতে,
ঐ নয়নে মিললে নয়ন
মৃত্যুজ্বালা যাবে হেরে।
হেসোনা আর হও গো মূক
মেরেই ফেলবে মোরে তোমা দেখা সুখ,
কি নন্দন বাচ্য তোমার প্রিয়া
ভুলে যাচ্ছি সব চাহিদা।
বাসছি ভালো বাড়ছে প্রেম
দুর্বল হচ্ছে ক্রমশ হৃদয়,
যাও যদি দূরে থাকবো কি করে
হচ্ছে ভীষণ ভাবে হৃদে এই ভয়।