চেয়েছিলাম
চেয়েছিলাম বলতে ভালোবাসি তোমায়
শুনেছি বলে দিলে
ভালোবাসা কমে যায়,
রাখলাম তাই মনের মাঝে লুকিয়ে
কি লাভ বল
ভালোবাসা দেখিয়ে।
চেয়েছিলাম করতে প্রেম তোমা সাথে
শুনেছি পেয়ে গেলে
গুরুত্ব যায় কমে।
বাসলাম ভালো তাই দূরে থেকেই
স্বপ্নের জগতেই তোমায় কাছে চাই,
জানি জানবেনা কভু তোমকে কত চাই
একটাই আশা যেন তোমার দেখা পাই।