For More Update Visit Here. Guidance

বাংলা বিরহের কবিতা - আনসোশ্যাল

বাংলা বিরহের কবিতা - আনসোশ্যাল, বিরহের কবিতা, দুঃখের কবিতা, sad poem

 



      আনসোশ্যাল


এইতো জীবন বেশতো আছি

আর কি লাগে বল,

ভালোবাসা বা বন্ধুত্বের নামে

নেই রে কোন ছল।


নেই ভাবনা না আরনা

কোন রকম চিন্তা, 

মজা নিয়ে দেখছি আমি

অন্যের করা সিনটা।


ভালো না তো খুবই ভালো 

থাকি আজকাল,

প্যারাবিহীন জীবন আমার

কড়া আমার চাল। 


বিশ্বাস বা বন্ধুত্বের নেই কোন কথা

বুঝতে শিখেছি এখন  বাস্তবতা, 

বিশ্বাস না করলে তা ভাংবে কি করে

নিশিতে যা গেছে ভেঙে জুড়বেকি ভোরে?





একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.
একটি মন্তব্য পোস্ট করুন