আনসোশ্যাল
এইতো জীবন বেশতো আছি
আর কি লাগে বল,
ভালোবাসা বা বন্ধুত্বের নামে
নেই রে কোন ছল।
নেই ভাবনা না আরনা
কোন রকম চিন্তা,
মজা নিয়ে দেখছি আমি
অন্যের করা সিনটা।
ভালো না তো খুবই ভালো
থাকি আজকাল,
প্যারাবিহীন জীবন আমার
কড়া আমার চাল।
বিশ্বাস বা বন্ধুত্বের নেই কোন কথা
বুঝতে শিখেছি এখন বাস্তবতা,
বিশ্বাস না করলে তা ভাংবে কি করে
নিশিতে যা গেছে ভেঙে জুড়বেকি ভোরে?