For More Update Visit Here. Guidance

বাংলা প্রেমের কবিতা - মেঘলোচনা হৃদহরণী

ওগো মেঘলোচনা হৃদহরণী অনেক বেশি নন্দন তুমি, রূপের বাহার পুলক-পাহাড় মাধুর্যে পুর্ণ তোমা হৃদভুমি। প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা, premer kobita

 


 মেঘলোচনা হৃদহরণী


মাসাল্লাহ! 

ওগো মেঘলোচনা হৃদহরণী

অনেক বেশি নন্দন তুমি,

রূপের বাহার পুলক-পাহাড়

মাধুর্যে পুর্ণ তোমা হৃদভুমি।


হাসি দিয়ে নাও কেড়ে সহস্র হৃদয়

কত দামি তোমার ঐ হাসি? 

দেখতে তোমার ঐ মুখচন্দ্রিমা

শত লোক নিতে রাজি ফাসি। 


লজ্জামাখা হাসি বড় সুন্দঃ

দেখে যেন হারিয়েছি সব ছন্দ,

নিকট হতে লক্ষিলে ঐ হাসিখানা

হবে বুঝি বন্ধ হৃদস্পন্দ।



যত দেখি তোমায় প্রেম তত বাড়ে

তোমার রুপের কাছে হৃদয় হারে,

তোমার দুখে মন করে বর্ষন 

তোমার সুখের লাগি গগনশশী। 


হাসি মুখে থাকো তুমি সদা-সর্বক্ষণ

দেখলেই তোমায় চায় এটা মন,

সত্যি বলছি ঐ হাসিখানা দিয়ে

পারোগো থামাতে হৃদস্পন্দন। 


একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.
একটি মন্তব্য পোস্ট করুন