একুশের গর্ব
ঝড়েছিল রক্ত সেদিন রাস্তায়
ভরেছিল সম্মান হৃদয়বস্তায়,
সেদিন বুকফাটা কান্নায় বাংলা ভেসেছিল
আজ নব জন্মানো শিশুও সম্মান পেল।
একুশের দিবায় মোরা রক্ত দিয়েছি
রক্তের বিনিময়ে গর্ব কিনেছি,
তাই একুশের দিনে দেহে রক্ত না রয়
যেটা রয় তাকে কেবল গর্বই কয়।
এ গর্ব বাঙালির বাঙালিই কামিয়েছে
আছে কি জাতি আর যাদের রক্ত ঝড়েছে?
মাতৃভাষার লাগি দিয়েছে কি জান কেউ
এ মহান গর্ব করেছে কেউ কোথাও?
পায় নি যে সম্মান এমন কিছুর লাগি
বুঝবেনা কভু সে মোরা কেন কাঁদি,
প্রতিবার একুশেতে সারা ধরা হাসে
বাঙালিও হাসে তবে মনে পীড়াও জাগে।
আশাকরি এমনি বারবার করব কাজ
বিশ্বের কেউ কোথা করেনি পর্যন্ত আজ,
বিশ্বের যেথা নব বাঙালির হবে জন্ম
সেই যেন পারে করতে একুশের গর্ব।