ফরমালিন মেয়ে
সরাও তোমার ফরমালিন মাখা মুখ
প্রথম দেখেই বুক করেছিল ধুকপুক,
কেড়েছিল মন আমার মিষ্টি কথাগুলো
এতো ভালো অভিনয় কি করে করো বলো।
শত শত ছেলে তোমার পেছনে ঘোরে
আসলে তুমি একটা সস্তা খাবার বলে,
দিবানিশি বল কথা কত তোমার ভাই
যেকেউ কানেক্ট দেয় তুমি কি ওয়াইফাই?
তোমার জন্য আমি ছিলাম পাগল
ভেবেছিলে একটা আস্তো ছাগল?
যতটা ভেবেছিলে নই বোকা তত
দিয়েছি ছেড়ে তোমায় তুমি আজ গত।
ফরমালিন মেয়ে তুমি ফরমালিন মেয়ে
হৃদয় জমিনের সবটুকু খেয়ে
বিষে বিষাক্ত করে দিয়ে গেলে
ফরমালিন মেয়ে তুমি ফরমালিন মেয়ে।
পঁচা নর্দমা যত অপবিত্র
তার চেয়েও খারাপ তোমার চরিত্র,
ভেবেছটা কি তুমি রেকর্ড গড়ছো
আসলে নিজেই নিজের কবর খুড়ছ।
একদিন দেখবে তুমি হয়ে গেছ একা
চাইবে পেতে এই আমার দেখা,
ভালোবাসার কেউ থাকবেনা কাছে
আমিও অপ্রাপ্য যাবোনা কাছে।
কি ভাবছো তুমি ভুলভাল বকছি
মিলিয়ে নিয়ো এই পাগলের উক্তি,
দু-চারটা মন ভেঙে নাইকা হয়ে গেছ
এখনো পায়ের ধুলোর দমানই আছো।
ফরমালিন মেয়ে তুমি ফরমালিন মেয়ে
হৃদয় জমিনের সবটুকু খেয়ে
বিষে বিষাক্ত করে দিয়ে গেলে
ফরমালিন মেয়ে তুমি ফরমালিন মেয়ে।