শ্রীহীন
হতে চাই আমি আরো কুৎসিত
থাকতে চাই হয়ে শ্রীহীন,
প্রকৃত ভালোবাসা তারাই তো পায়
তাদের মানুষটাকে বাছা নয় কঠিন।
তাদের প্রেমী নয়কো লোভী
তাঁরা ভালোবাসে তাদের প্রকৃতরূপকে,
তারা ভালোবাসে না দেহের সৌন্দর্যকে
ভালোবাসে আত্মিক মধুর্যকে।
তাই হতে চাই আরো কুৎসিত
থাকতে চাই হয়ে শ্রীহীন।
যে মানুষটা শ্রীহীন হয়
তার কর্মের জন্যই প্রসংসা পায়,
নিহিত সৌন্দর্যের লাগি প্রসংসা পায়
তাই সহযেই সে শান্তিতে রয়।
তাই হতে চাই আরো কুৎসিত
থাকতে চাই হয়ে শ্রীহীন।