মেয়েটি
সহজ সরল মেয়েটি
হয়েছে আজ বড়,
কাধে তার বারংবার
দায়িত্ব হচ্ছে জড়ো।
পরিবারের নিমিত্তে করে সে ত্যাগ
মনের আকাংক্ষা তার অন্যে সুখে থাক,
আপনার চাহিদার করেনা কদর
অন্যকে দেয় নিঃস্বার্থভাবে আদর।
আপনার পায়ে সে দারিয়েছে আজ
শিক্ষাদান করা হয়েছে তার কাজ,
রোজগার করে ক্রয়ে করে ব্যয়
পরিবারের সদস্যের যার যা চাই।
পরিশ্রম করর সে খুবই বেশি
আসলেই মনে হয় মেয়েটা দেশি,
ক্ষেতের ফসলও করে সে মারাই
কাজের প্রতি তার অনিহা নাই।
সামনে ঈদ তাই দিয়েছে উপহার
পরিবারের সকল সদস্যকে তার,
মা-বাবা, ভাই-বোন পিলকিত সবাই
কেউ অবগত নয় তার কি চাই।
তারও বড় স্বাদ জাগে পেতে উপহার
উপহার দেয় না তাকে কেউ আর,
মনে তার হয়তো জমে অভিমাণ
একদিন ঘটবে এর অবসান।