For More Update Visit Here. Guidance

বাংলা প্রেমের কবিতা - কাশফুল

কাশফুলের শুভ্রতার ন্যায় হৃদয় তোমার এমন হৃদ কভূ মিলবেনা আর, হাসিটা বুঝি ঐ হৃদ হতেই দাও তাইতো দর্শনের স্বাদ জাগে বারবার। ভালোবাসার কবিতা, প্রেমের কব

 


          কাশফুল 


কাশফুলের শুভ্রতার ন্যায় হৃদয় তোমার

এমন হৃদ কভূ মিলবেনা আর,

হাসিটা বুঝি ঐ হৃদ হতেই দাও

তাইতো দর্শনের স্বাদ জাগে বারবার।


যাদু জানো কি বলতো রূপসী 

কেন এতো প্রফুল্ল লাগে,

যখনই তোমার আসেপাশে যাই

এমনটা হয়নি তো আগে!


বাচ্য তোমার খুবই চমৎকার 

প্রফুল্লময় কথা তুমি বল,

সহস্রবার করে বাচ্যের লেনদেন

হয়না মনঘর আলো।


যৌবন তোমার ওগো অমৃতফল 

নাজানি কত চোখ কেড়েছে,

টকটকে স্পৃহনীয় যেন কোন আপেল

সহস্র হৃদয় তো হেরেছে।



তুমি যেন একটা টাটকা গোলাপ

হিমের প্রভাতে ফোটা,

শিশির হয়ে ভিজিয়েছে তোমায়

আনন্দজল দু'ফোটা।


রিক্ত হৃদয় তোমাকেই চায়

তুমি যে ঐশ্বর্যময়ী,

কোন অপরাহ্নে তটিনীকিনারে

চল মনাক্ষা ব্যক্ত করি।


আছে কি তোমাতে ত্রুটি

এ ভাবনার পিছে ছুটি, 

অনুসন্ধান করলাম কত

নাগো সখি তুমি যথাযথ।


হৃদয় তোমার তুষারশুভ্র

তুমি বেশ সরল,

শরৎহাওয়ার দুলতে থাকা

তুমি মোর কাশফুল।



একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.
একটি মন্তব্য পোস্ট করুন