For More Update Visit Here. Guidance

বাংলা প্রেমের কবিতা সুখপাখি

ঐ কোলে রাখলে মাথা যাই ভুলে কে কোথা - কত দুঃখ, কত চিন্তা কত কথা দিয়েছে ব্যাথা। বাংলা প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা,premer kobita

 


        সুখপাখি


তুমি ছুঁয়ে দিলে আমায়

আমি সব ভুলে যাই,

লাগে পৃথিবীতে আর

কোনকিছুই নাই।


তুমি হাসি দিলে যেন

আমি স্বর্গ পেয়ে যাই,

দুঃখ - কষ্ট কী?

যখন তোমায় পাশে পাই।


ঐ চোখে দেখলে সম্মান 

পারি বুঝি দিতে প্রাণ, 

ধার-ধারিনা আর 

কে করলো অপমান।



ঐ কোলে রাখলে মাথা

যাই ভুলে কে কোথা -

কত দুঃখ, কত চিন্তা 

কত কথা দিয়েছে ব্যাথা।


আমায় দেখে যদি হাসো

আমায় ভেবে যদি হাসো, 

ভরে যাবে হৃদ পুলকে ভেবে

হৃদ থেকে মোরে ভালোবাসো।


আমার সকল সিদ্ধান্তে

খেকো তুমি সদা পাশে,

হেসো তুমি সদা মোর লাগি

যেমন সুখপাখি হাসে।




إرسال تعليق

Please do not enter any spam link in the comment box.
إرسال تعليق