ক্ষমা চাই
বড় আকাঙ্ক্ষা জাগে জানতে
তোমার মনের প্রান্তে
অথবা সৃতির প্রান্তে আছি কি আমি?
নাকি তুমি হয়ে গেছ হিরাধিক দামী?
এখনো কি কিঞ্চিৎ প্রশংসায় তোমার
মুখচন্দ্রিমায় ফোটে সে রক্তিম লালিমা?
ঝুঁটা প্রশংসা করে কি সে লজ্জায় পড়ে
দেখতে তোমার লজ্জামাখা গরিমা।
তাকেও কি দিয়েছ স্বাধিনতা
করার সে যেটাই চাই?
না আমার মতোই সে অল্প স্বাধীনতা চায়?
এখনো কি লুকাও সব মনোভিমান
হাসিটাই দেখাও তাকে?
পেয়েছ মনে কষ্ট বুঝলে
সেও কি স্তব্ধ থাকে?
সখি তুমি বড় বেশিই ভালো
এত ভালো ক'জন হয়,
ছিলাম না আমি যোগ্য তোমার
বের করেছিলাম বিচ্ছেদোপায়।
জানিনা আজ কেন মনে পড়ে তোমায়
সত্যি বলছি ওগো তোমার মত নাই,
সম্ভব হলে কভূ ক্ষমা করো আমায়
মন থেকে বলছি আমি ক্ষমা চাই।