যোগ্য নও
তোমার অপেক্ষায় -
বিছিয়েছিলাম শত লাল গোলাপ,
ভিজিয়েছিলাম শত সুগন্ধি দিয়ে হৃদপথ;
চেয়েছি করতে বুঝি তোমাতে নির্ভর।
আজ গোলাপগুলো গেছে শুকিয়ে
হারিয়েছে সুগন্ধ জমেছে দুর্গন্ধ,
পথে জমে আছে কাঁদা
এ পথে তবুও চাইলে আসতে
দেয়াল তুলে দেবো বাধা।
বলবোনা সব দোষ তোমার
বলবোনা তোমায় করি ঘৃণা,
ভুলতো আমার বাজিয়েছি আমি
ভুল মানুষের লাগি বীণা।
ভুলতো আমার এখনো শিখিনি
সৎ-বদ বাছতে,
শিখিনি আমি অন্যকে ছেড়ে
নিজেকে আকড়ে ধরে বাঁচতে।
বলবোনা তোমায় প্রতারক তুমি
প্রতারণা তুমি করোনি,
আগেই ধরা পড়ে গেছো তবু
মিথ্যা অভিনয় আজও ছাড়নি।
বলবো না তবু অপরাধী তোমায়
যতবড় মিথ্যুকই হও,
বলবো শুধু একটা কথাই
তুমি উপযুক্ত নও। (যোগ্য)