মৃগলোচনা
মাসাল্লাহ!
মৃগলোচনা কত নন্দন তুমি
হৃদ তোমা যেন কোন নন্দঃভূমি,
পরশ তোমার ওগো বড়ই মধুর
হৃদ চায় তোমার আপাদমস্তক চুমি।
মন থেকে যখনি দাও তুমি হাসি
রূপ যেন উপচে পড়ে ওগো রূপসী,
নয়ন তোমার করে হৃদ হরণ
আমিও যাব মরে ওকে করো বারন।
ক্রুদ্ধ হলেও তোমায় সুন্দর লাগে
তাইতো রাগাই তোমায় বারেবারে,
শত-সহস্রবার মারতে পারো
তবু্ও বলছি রাগাবো আবারো।
ফাজিলো আছো তুমি ভীষণ পাঁজি
দুষ্টুমি, বাদ্রামি ভালো পারো সবই,
যার সাথে তুমি করেছ মজা
বাধ্য সে রাখতে মনে তোমায় সদা।
জানিনা কাঁদলে তোমায় কেমন দেখায়
ভালো যেন না দেখায় চাই সেটাই,
কাঁদতে যখন তোমায় কখনো দেখিনি
কান্না করোনা কভু ওগো সখিনী।
রোমান্টিকো আছো তুমি বটে মেয়ে
সহস্রকে ডুবাতে পারো বাচ্য দিয়ে,
হৃদকাড়া রূপ তোমার বলেছি সবই
তোমার তারিফ করতে আজ ভুলেছি সবই।