For More Update Visit Here. Guidance

বাংলা বিরহের কবিতা "আমি ভালো আছি "

বাংলা বিরহের কবিতা আমি ভালো আছি, দুঃখের কবিতা,কবিতা, রাতুল সমগ্র, বাংলা কবিতা সাহিত্য

 আমি ভালো আছি 


আমি ভালো আছি তুমি ভেবোনা

তোমার ত্যাগ বৃথা যাবেনা, 

এ হৃদয় ভরা আজো শূন্যতা 

সুখ বুঝি আর ধরা দেবেনা।

ভালোবেসেছি তোমায় যত 

হৃদয় ভরা তত দুঃখের হাতছানি,

তোমাকে ভালোবেসে 

জীবন হয়েছে শেষে সমুদ্রহীন পানি।


তুমি এসোনা আর ভালোবেসোনা আর

আমি জীবন গুছাতে তবে পারবোনা, 

আমার নিরর্থক জীবন অর্থপূর্ণ 

কোনদিনও তবে হবে না।


বুকের মাঝে আগুন জ্ব্বলে না

জ্বালাগুলো মনে পড়ে না,

তবু সব কথা আজো ভুলিনি 

কিছু কথা ভোলা যাবেনা।

ব্যাস,মাঝেমাঝে তারা তারার মতই যেন

টিপটিপ করে জ্বলে, 

তখনই আবার এ মনটা আমার

তোমার কথা ভেবে মরে।


তুমি এসোনা আর ভালোবেসোনা আর

আমি জীবন গুছাতে তবে পারবোনা, 

আমার নিরর্থক জীবন অর্থপূর্ণ 

কোনদিনও তবে হবে না।



ভেবেছিলাম আমি পারবোনা 

জীবন শুরু আর হবে না, 

তুমি বেশিদিন দূরে থাকবেনা

কাছে না এসে আর পারবেনা। 

সময়ের সাথে সাথে সব ঘায়ের দাগ

ধুয়ে মুছে হয় একাকার, 

আমার সাথেও  তার মিল পাওয়া গেল

জীবন শুরু হল আরেকবার।


তুমি এসোনা আর ভালোবেসোনা আর

আমি জীবন গুছাতে তবে পারবোনা, 

আমার নিরর্থক জীবন অর্থপূর্ণ 

কোনদিনও তবে হবে না।


একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.
একটি মন্তব্য পোস্ট করুন