কে সে
কে সে রূপসী কন্যা
যার লাগি মোর মনে
ঝড়ে প্রেমের বন্যা?
যার পদধ্বনি বারবার শুনি
অগচরে মনে শত স্বপ্ন বুনি,
এই বুঝি সামনে আছে দাঁড়িয়ে
মুহুর্তান্তে আবার গেল হারিয়ে।
প্রেমরাত্রী কি ছায়ার ন্যায়
তার মাঝেতেও রয়েছে?
নাকি তুষারশুভ্র ধবলদুগ্ধ
তাকে দখল করেছে?
নাকি বিকেলরবির লালিমা
তার দেহেতেও দেখা দেয়?
সে যেমনি হোক সর্বদা
তাকে ভালোবাসতে চাই।
কে! কে গো তুমি
যার অপেক্ষায়
আমি প্রহর গুনি।
সরল অর্থ : যার জন্য আমার মনে প্রেম জাগে,যার অপেক্ষায় আমি প্রহর গুনি সে কে? সেকি রাতের মতো কালো,নাকি দুধের মতো সাদা,না বিকেলের সূর্যের মতো লাল? সে যেমন দেখতেই হোক,যেমন গঠনেরই হোক, তাকে আমি অনেক ভালোবাসতে চাই।
এক বন্ধু কিছু ছন্দ পাঠিয়েছিল সেগুলোর সাথে আরেকটু যোগ করেছি।