যদি ভালোবাসো
যদি ভালোবাসো আকাশটাকে
ভালোবেসবে আমাকেও,
যদি ভালোলাগে রামধনু
ভালো লাগবে আমাকেও।
যদি ভালোবাসো হাসতে
আমার সান্নিধ্য ভালোবাসবে,
যদি ভালোলাগে কাঁদতে
আমার বিরহ ভালোবাসবে।
যদি ভালো লাগে স্বপ্ন
আমাকে নিয়ে দেখ,
চাইলে আমাকে তুমি
হৃদগভীরে রেখো।
যদি হয়ে থাক রহস্যপ্রেমী
আমাকে উন্মোচন কোরো তুমি,
বের কোরো রহস্য শত
খুঁড়ে মোর হৃদভূমি।