হবে তো
হাসতে চাও?
মোর মুখপানে চাও
চাইলে হাতটাও ধরো,
কাঁদতে চাও?
কাঁধ বাড়িয়ে দিয়েছি
মস্তক রাখতে পারো।
ভালো লাগছেনা?
ঝগড়া করো
রোমান্টিক কথাও আমি জানি,
ভুল করে ফেললে
বকে দিয়ো আমাকে
দেখো তোমার কথা কত মানি।
ঘুম আসছে না?
আমিতো আছিই
না হয় মাথাই বুলিয়ে দিলাম,
শুনতে চাওনা ?
বলবোনা কথা
না হয় তোমাকেই শুনে গেলাম।
কি কথা বলবে?
যা ইচ্ছে হয়
ডাইরিই বানিয়ে ফেলো,
বিশ্বাস হয় না?
টেস্ট করে দেখো
দু-একটা কথা তো আগে বলো।
বন্ধুত্বের হাত দিলাম বারিয়ে
ধরবে নাকি যাবে হারিয়ে
সিদ্ধান্তটা তুমিই না হয় নাও
বন্ধু না হলে ফ্রেন্ড তো হও।
হবে তো.....?