শতরূপীহাসিনী
মাসাল্লাহ!
শতরূপীহাসিনী কি তোমার রূপ
ভাবলেই তোমাকে হয়ে যাই মূক,
তুমি সে দৃশ্য যা শতবার দেখলেও
ভরেনা মন বারে হৃদস্পন্দন।
শতজনে রূপবান বানিয়েছে রহমান
তোমান্যায় য্যাবেনা পাওয়া বুঝি একখান,
মনের পবিত্রতা চোখেমুখে পাওয়া যায়
তাই মন বারবার তোমার দর্শন চায়।
মনপেন্সিলে আঁকিয়েছি তোমারে
আমার হৃদয়মাঝে,
রাঙা হাতে দাওনা রঙিন করে
আমার কাছে এসে।
শত নারী দেখেছি শত কথা শুনেছি
চেয়েছে কত মোরে কাছে,
কারো রূপে ভুলিনী কারো মোহে পরিনি
তুমি মোর হৃদমাঝে।
এক বন্ধুর লেখা ছন্দকে একটু বড় করলাম।