কল্পনাপ্রেমী
জানতে চাইনা সে সত্য আমি
যা তোমাকে দূরে সরায়,
বুঝতে চাইনা সে বাস্তবতা
যা তোমার প্রতি ঘৃণা জমায়।
শুনতে চাইনা সে বাচ্য আমি
যা তোমাকে বদ বলে,
বেরুতে চাইনা স্বপ্ন থেকে
যদি বাস্তবে যাও চলে।
দেখবো না ও চোক্ষুদুটি
যদি কান্না মিথ্যা লাগে,
হবোনা রুষ্ট এক মুহুর্তও
যদি ভুলেও যাও আমাকে।
যাবোনা দেখতে আর ও মুখ তোমা
সত্যি হয় যদি হাসি,
সত্যি,চাইনা বুঝতে বাস্তবতা
আমি কল্পনাতেই ভালো আছি।