নির্মম সত্য
হয়েছিল সাধ বহু দিন বাদ
দেখতে তোমায় নিকটে এক বার
লক্ষিলাম তুমি ব্যস্ত বড়ই
নিতে তোমার রঙিন জীবনের সাধ।
দেখাচ্ছিল তোমায় বসন্তের ন্যায়
শত রং যেন মিশেছিল তোমাতে
রোদ্র আলোয় ছিলে দারিয়ে
ভিজেছিল তুমি কিঞ্চিত ঘামেতে।
বন্ধু হয়ে গিয়েছিলাম আমি সেদিন
দেখতে মোর সখিকে,
লক্ষিলাম আমার সখি নেই আমার
গেছে কোথাও হারিয়ে।
বলছিলে কথা যেন চেনোনা আমায়
দেখেছ দু-একবার,
ভাবছিলাম আমি হয়েছেকি তাহলে
সপ্নেই গল্প হাজার।
পড়ল মনে তবে ফেসবুক ম্যাসেঞ্জার
দিচ্ছনা উত্তর ইদানিং একক বার,
কিছুদিবা আমিও ছিলাম ব্যাস্ত
বেশি কথা হয়নি সাথে তোমার।
যদিও আমি জানিয়েছি কারণ
কোন কাজে ছিলাম ব্যাস্ত,
কিন্তু তুমি কোন কিছুই বলনা
ইচ্ছা করেই কথা বন্ধ রাখছ।
মোর প্রতি কেয়ার নেই তোমার আর
নেই পূর্বের সেই গুরুত্ব,
কথার দূরত্ব বারিয়ে দিয়েছে
তোমার হৃদয়ের দূরত্ব।
সেদিন জীবন শেখালো আমাকে
এ যুগের নির্মম সত্য,
চোখের আড়াল মানে মনের আড়াল
দূরত্ব কমায় গুরুত্ব।