<b> অভিমানিনী</b> অভিমানী রুপসী গো কেন করো অভিমান?  দাও না একবার মোরে  তোমার সন্ধান।  তুমি মোরে দেখবে তবে  আমি দেখবো না তোমায়, এ কেমন বিচার তোমার এমন কিকরে হয়! আচ্ছা না হয় দেখো মোরে যেদিন করবে বিশ্বাস,  দেখা দেব আমিও সেদিন করবো না উপহাস। আচ্ছা কথার সাথে  চেহারার কি এমন সম্পর্ক,  দেখা না দিলে কথা হবে না!  কেন বাড়াও তর্ক ?