ভ্রমরকৃষ্ণকেশী
মাসাল্লাহ!
ভ্রমরকৃষ্ণকেশী
বলবো না আমি বেশি
নন্দন তোমা মন,
সুন্দর তোমা আঁখি
মুখের বাচ্যও
নন্দন ও বদন।
বুদ্ধি তোমার মাসাল্লাহ
জানো ভালো করে বারণ,
অন্যের সাথে মেশার নীতি
কথা বলার ধরণ।
দেখেছি মেয়ে কতশত যে
দেখতে কত লোভনীয়,
দেহে বড় হলেও তারা
শেখেনি কথা এখনো।
কিন্তু তোমার কথাই আলাদা
শালিন ব্যবহার শালিন বাচ্য,
বন্ধুর মত বন্ধু তুমি
যায়না পাওয়া বন্ধু এমন।
তোমাকে ভুলানো নয়কো সহজ
যে বুঝবে তোমার গরজ
সেই যেন হয় তোমার সঙ্গী
আশাকরি পাবে যোগ্য অঙ্গী।