আমি দেখেছি চক্ষু তোমার
আমি দেখেছি চক্ষু তোমার
দেখেছি তোমার মূখ,
আমি লক্ষেছি শুচিতা
লক্ষেছি সত্যের চিররূপ।
যখন তোমার পলক পড়ে
শত সহস্র অনুভূতি ঝড়ে,
যেন নিষ্পাপ শিশুর ন্যায় আমার
মন ভরে যায় পবিত্রতায় তোমার।
রবি কিরণ যবে পড়ে ওমূখে
স্রষ্টার আশির্বাদ দেখায় তোমাকে,
জ্যোতির্ময়ের চেয়েও দীপ্ত দেখায়
সত্যতা সেথায় অভিব্যক্তি ঘটায়।
নিঃসন্দেহে তোমা হৃদয় চাঁদি
এর ন্যায়ই তুমি স্বচ্ছ ও স্বলজ্জ,
তোমার খোয়াব হর দিবস ও রজনী
অন্তরে চিরকাল রইবে তুমি।
আমার লেখা একটি ইংরেজি কবিতার বাংলা অনুবাদ।
টীকা :
শুচিতা - বিশুদ্ধতা
রবি কিরণ - সূর্যের আলো
জ্যোতির্ময় - দীপ্তিমান / উজ্জ্বল
চাঁদি - স্বচ্ছ / বিশুদ্ধ
স্বলজ্জ - লজ্জাশীল
খোয়াব - স্বপ্ন