কিকরে ভুলি
তুমি বলেছিলে যাবো ভুলে
বছর পেরুলে পড়বেনা মনে,
তুমি জানোনা তো কি যতনে
রেখেছি তোমায় মনের কোণে।
কিকরে ভুলি তোমার নীল ড্রেস
সবাইকে তো মানায় না নীলে,
নিচু শিরে গিয়ে রাস্তা দিয়ে
যে নিদারুন স্মৃতি তুমি দিলে।
কিকরে ভুলবো মেসেজের টোন
ফোনে লোড দিতে তাড়াহুড়ো
আজ কেন সখি ভুলবোনা সেদিনও
যেদিন আমি হয়ে যাবো বুড়ো।
কিকরে ভুলবো তোমার অভিমান
মিষ্টি ক্রোধের স্বরে ফালতু ডাকা,
এ ডাকের মাঝেও প্রেমানুভূতি
হৃদমাঝে হাজার স্বপ্ন আঁকা।
তোমার জন্য ছেড়েছি কতকি
কত শত অভ্যাস কত বদ কাজ,
মিশে আছো তুমি মোর হরেক মুহুর্তে
কিকরে বল ভুলি তোমার আজ?
শুধু স্মৃতি হলে যেতাম ভুলে
ছবি হলে ভুলতাম আঁকতে,
শুনেছকি কভু পেরেছে কেউ
নিজ শ্বাস-প্রশ্বাস ভুলে থাকতে।
উৎস : কোন এক বন্ধুর প্রকাশিত অনুভূতি (রি)