কিভাবে বাসলে ভাল
জানিনা কোথায় তুমি
চলে গেছ কত দূরে,
চাইনা ফিরে পেতে
চাই শুধু থাকো সুখে।
কিকরে বাসলে ভালো তোমায়
থাকতে তুমি সন্তুষ্ট?
কিভাবে বাসলে ভালো তোমায়
হতেনা কভূ রুষ্ট?
হবেনা দেখা কভু
হয়তো কোনদিনও
স্বপ্নে হয় তবে দেখা
নই আমি ভুমিহীনও।
কিকরে বাসলে ভালো তোমায়
হারাতেনা কভু তুমি?
কিভাবে বাসলে ভাল তোমায়
বিরান হতোনা হৃদভূমি?
জানি মোরা হবনা এক
বুঝি এটা সম্ভব নয়,
তবু এ হৃদ বোঝেনা
দেখা হবে বারবার কয়।
কিকরে বাসলে ভালো তোমায়
যেতেনা কোনদিনই?
কিভাবে বাসলে ভালো তোমায়
হৃদখাচায় থাকতে তুমি?