আমি
রাতুল হোসেন
আমি সেই নায়ক নই
যার প্রেমে হরিণডাঙা চাখিনিও হাবুডুবু খাবে,
নই আমি সেই গায়ক
যার সুরের নদীতে পরীরাও ভাসবে।
নই আমি সেই লেখক
যার প্রেমখেয়ায় নায়িকারাও উঠতে চায়,
নই আমি সেই খেলোয়াড়
যে সব মেয়েরই স্বপ্নে আসে।
আমি নই সেই শিক্ষক
সকল ছাত্রীই যাকে ভালবাসে,
আমি একজন সাধারণ লোক
চাইনা সকলেই আমাকে ভালোবাসুক।
চাই শুধু একজনকে
যার হৃদপুরীতে শুধু আমারই বাশি বাজবে
যার পৃথিবী রটনা হবে আমাকে নিয়ে।