মনোহর রূপবতী
রাতুল হোসেন
মাসাল্লাহ!
হে মনোহর রূপবতী
বুঝিনা তোমার মতিগতি
মনে কি আছে শুন্য স্থান,
না মানে সেইখানে
অনন্তকালের জন্যে
আমি আশ্রয় নিতাম।
দেখতেও তুমি বড় সুন্দর
ব্যবহারে বোঝা যায় অন্তর
ভালোবাসায় ভরা,
বলনা রুপসী কন্যে
এতো প্রেম কার জন্যে
মন গভীরে গড়া।
বাসোকি ভালো কাউকে?
আছেকি কেউ জিবনে?
কে সে ভাগ্যমান বলনা,
লুকিয়ে সে নামটাকে
অবিশ্বাস করে আমাকে
কোরোনা মোর সাথে ছলনা।
আর যদি না থাকে কেউ
বইয়ে দেব ভালোবাসার ঢেউ,
তোমার মনপূরীতে,
চেষ্টা করব পুরো
যাতে তুমি প্রেমে পড়ো
ভালোবাসো আমাকে।