তুমি আমার
রাতুল হোসেন
তুমি আমার আর আমি তোমার
আমার এই নয়নে সপ্ন তোমার,
দেখে যাচ্ছি শত শত আমি
সপ্নমাঝেও শুধু তুমিই দামি।
পৃথিবী আমার সাত রঙে ভরা
মনের অনুভুতি দিয়ে গড়া,
আমন্ত্রণ জানাই তোমায় আমি
করে রাখব এ পৃথিবীর রানী।
তোমায় নিয়ে আমি লিখব কাহিনী
গল্প -উপন্যাস জানি বা না জানি,
দোয়া করি আমি তোমার জন্য
কোন দিনও যেন না হয় হানি।
তোমায় নিয়ে আমি গড়ব জগত
কল্পনাকেও হার মানাবে বহুত,
আমার জাদুঘরে তোমার হাসি
বলছি তোমায় আজ ভালোবাসি।