For More Update Visit Here. Guidance

বাংলা বিরহের কবিতা - হাতে ছিল হাত

বাংলা বিরহের কবিতা হাতে ছিল হাত, দুঃখের কবিতা, রাতুল সমগ্র, বাংলা কবিতা সাহিত্য

     হাতে ছিল হাত

          রাতুল হোসেন 


হাতে ছিল হাত তবু সাথে ছিলনা

মনের কাছে মন একসাথে ছিল না,

তুই আছিস দূরে তবু কেন ওরে

মনে হয় আজও তুই কাছে! 

তোর ভাবনা তোর সকল কথা 

কেন আজ হৃদয়ে ভাসে! 


তোকে পাইনি আমি হারাইনি আমি

কেন তোকে এত মিস করি,

তোকে ভালোবেসেছি আজ বুঝতে পেরেছি

তাইতো পাগলের মতো ঘুরি। 


কিছু ছিলনা কিছুই হলনা

তবু সেই হাসিটা মনে পড়ে,

মনের মাঝে তোর মুখটা দেখে

অঝোর ধারায় রক্ত ঝড়ে। 

এটাকি ভালোবাসা নাকি শুন্যতার ভাষা

কেন আজ তোকে মনে পড়ে, 

যত ভুলে যেতে চাই ততই যে হায়

তোর জন্য মন কেমন করে।


তোকে পাইনি আমি হারাইনি আমি

কেন তোকে এত মিস করি,

তোকে ভালোবেসেছি আজ বুঝতে পেরেছি

তাইতো পাগলের মতো ঘুরি। 



তুই ছিলি কার মন বলে তো আমার

তবে কেন দূরে থাকিস,

কেন আমাকে চিনেও তুই চিনতে চাস না

যখন আমার সামনে আসিস।

তোকে ভুলব কিকরে আজ বুঝতে পারছি নারে

এ মনের গভীরে তোর বাসা,

আমি কি ছিলাম তোর কাছে জানিনা

তুই ছিলি আমার ভালোবাসা।


তোকে পাইনি আমি হারাইনি আমি

কেন তোকে এত মিস করি,

তোকে ভালোবেসেছি আজ বুঝতে পেরেছি

তাইতো পাগলের মতো ঘুরি। 


একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.
একটি মন্তব্য পোস্ট করুন