কেন ভাবো
রাতুল হোসেন
দুনিয়াতে এসেছ তো মজা করতে থাক
মনে যতই দুঃখ থাকুক মুখে হাসি রাখো,
দুনিয়া দুই দিনের তো চিন্তা কর কম
মনটাকে বল জিও নো টেনশন।
কেন ভাবো কবে মারা যাবে
যেদিন লেখা সেদিন যেতে হবে,
প্রতিটি দিনকে দাও তোমার বেস্ট
যেন এ দিনটাই জীবনের শেষ।
পৃথিবীতে আছো তো কাজ করে যাও
পকেট ফাঁকা থাকলে গোনে নাকো কেউ,
তাই আগে শ্রম দিয়ে পকেটটাকে ভরো
তারপরে মনের ডাকে পাখির মত ওড়ো।
কারো মনে দিওনা দুঃখ জবাব দিতে হবে
সেদিন যেদিন তাঁর সামনে যাবে,
কারো ক্ষতি না করলে ভয় কেন পাবে
তাকদিরে লেখা যেটা সেটাই তো হবে।
কেন ভাবো কবে মারা যাবে
যেদিন লেখা সেদিন যেতে হবে,
প্রতিটি দিনকে দাও তোমার বেস্ট
যেন এ দিনটাই জীবনের শেষ।