দূর পৃথিবীর বন্ধু
রাতুল হোসেন
দূর পৃথিবীর বন্ধু আমার রও তুমি ভালো
মনকুঁড়েঘরে রোজ জ্বেলে রেখো আলো,
মনে তোমার পড়লে মোরে মূখটা করে মলিন
আঁখি থেকে অশ্রুকণা ঝরিয়োনা কোনদিন।
আগামীকে বাস ভালো অতীতকে যাও ভুলে
নন্দন সৃতিই শুধু হৃদয়ে রাখো তুলে,
যদি দেয় পীড়া সুখময় সৃতিও তবু
মনে রেখো ভালোর জন্যই লিখেছিলেন প্রভু।
বর্তমানের ক্লেশে তুমি পড়ো নাকো ভেঙে
দুখের পরেই সুখ আসে রেখো এটা মনে,
প্রতিক্ষা কর সূখের লাগি আশার বাতি জ্বেলে
গণনা কভু করো না কতটা সুখ পেলে।
মনে মনে ভাবো তুমি আছো ব্যপক সুখে
দেখবে ক্লেশ হবে নিঃশেষ চোখের পলকে,
সুখ যত খুঁজবে তুমি ততই রবে দুখে
দুখে না থাকতে৷ চাইলে ফোটাও হাসি মুখে।
নিজের জন্য নাইবা হাসলে
অন্যের জন্য হাসো
একজনের প্রতি প্রেম না আসলে
সবাইকে ভালোবাস।
ধরা দেবে সুখ তোমার কাছে
রেখে দিও তারে হৃদয়মাঝে,
দেখো পাবে তারে সকাল-সাঁঝে
প্রকটিত হবে সকল কাজে।