বলো থামবোনা
রাতুল হোসেন
তুমি থেমোনা আর থেমোনা
না না থেমোনা বলো থামবোনা।
পৃথিবী হাসবে হাসতে দাও
মন কাঁদবে কাঁদতে দাও,
ব্যর্থতা আসবে আসতে দাও
ব্যাস চেষ্টা করতে ভুলো না।
তুমি থেমোনা আর থেমোনা
না না থেমোনা বলো থামবোনা।
সফলতার রাস্তা একটাই
তাই লক্ষ্য খুঁজে কাজে লেগে যাও,
যদি লক্ষ্যটাকে খুঁজে না পাও
তবে যা পারো তাই করে যাও।
তুমি থেমোনা আর থেমোনা
না না থেমোনা বলো থামবোনা।
সকল কাজ সহজ করে নাও
লক্ষ্যে পৌঁছাবে ব্যাস লড়ে যাও,
ভয় যদি দেখায় কোনো হার
উঠে দারাও তার সামনে বারবার।
তুমি থেমোনা আর থেমোনা
না না থেমোনা বলো থামবোনা।