ওগো বন্ধু আমার
রাতুল হোসেন
সবাই তোমায় যাক না ভুলে
আমি ভুলব না
স্মৃতির খাতার আফছা দাগটাও
কখনো মুছবো না।
যদি হারিয়ে যায় সবাই
তোমার পাশ থেকে
আলতো করে তাকিয়ে দেখো
পেছনে ফিরে।
হৃদয়ে তোমার ঢেউ উঠে
হয় যদি ঝড়
আপনের চেয়ে আপনও
করে দেয় পর।
সবাই যদি ফিরিয়ে নেয় মুখ
মন থেকে হারায় সব সুখ,
মন থেকে ডেকে দেখো আমায় একবার
পাশে আছি পাশেই রবো ওগো বন্ধু আমার।
সরল ভাষায় : পৃথিবীর সবাই যদি তোমাকে ভুলে যায়, তবু আমি মনে রাখব।সবাই যদি যদি তোমার পাশ থেকে চলে যায়,সবচেয়ে কাছের মানুষও পর হয়ে যায়, পেছনে ফিরে দেখো আমাকে খুঁজে পাবে।যদি মন থেকে সব আনন্দ হারিয়ে যায় মন থেকে একবার ডেকে দেখো পাশে পাবে আমায়।