কি করে বোঝাবো
রাতুল হোসেন
কিকরে বোঝাবো মনের দুঃখ
মনটা আমার একি চায়,
একি বেদনা হৃদয়গভীরে
অন্তরমাঝে আসে যায়।
কেন তোর ভাবনা
বলে আজ যাবোনা
একি ঘটনা হৃদয়ের,
তোকে দেখার প্রতিক্ষায়
নিশি যে কেটে যায়,
নিদ্রা আসেনা দুচোখে।
এটাই কি ভালোবাসা
নাকি অদ্ভুত কোন নেশা,
কেন তোর মুখটাই দেখতে চাই,
একি হলো আমার
হৃদয় - জানালায়
কেন সৃতির আঙিনায় থাকতে চাই?
ঐ দুষ্টু চাহনি
দেখতে চাই এক্ষুনি
বল কোথায় তোকে খুঁজে পাই,
তোর যত কাছে যাই
আরো তত বেশি হায়
হৃদয় তোকে কাছে পেতে চায়।
তুই আমার মনের আশা
হারিয়েছি বলার ভাষা
তোর প্রেমের নদীতে ডুবতে চাই,
তুই কত যে দামি
তা জানি আমি
তোর ভালোবাসায় মরতে চাই।
তোকে দেখতে না পেলে
কিকরে দিনটা কাটেরে
সবকিছু লাগে অর্থহীন,
আর কতগুলো রাত
তারার সাথে করব বাত
তুই বসনা পাশে একটাদিন।
চাঁদকে বলেছি তুই কত রূপসী
তার রূপও তোর কাছে হার মানায়,
তোর রূপের গল্প শুনে লুকিয়েছে মেঘের কোণে
উঁকি দেয় যদি তোর দেখা পায়।