তুমি যদি
রাতুল হোসেন
তুমি যদি তোমার দুঃখগুলো আমাকে দাও
তোমাকে আমার সকল পুলক দেব,
দাও যদি ঐ বিষন্ন মনটা
আমি তাতে সুখের ফুল ফুটাব।
দাও যদি তোমার বিরক্ত লাগা কথাগুলো
আমি তোমায় মনমুগ্ধকর গীত দেব,
দাও যদি তোমার সাদাকালো দিনগুলো
আমি তাকে রঙিন করে তুলব।
দাও যদি তোমার বিষন্ন মুখটা
আমি তাতে স্নিগ্ধ একটা হাসি ফোটাবো,
দাও যদি বাড়িয়ে তোমার ঐ হাতটা
আমি সেটা অনন্তকাল ধরে রাখবো,
দাও যদি বাড়িয়ে তোমার হৃদয়টা
আমি তাকে ভালোবাসায় ভরে দেব।
- ছোটবেলায় সামান্য কিছু কবিতা লিখলেও বড় হয়েই ভালোভাবে কবিতা লেখা শুরু করেছি। আর এই সময়ের লেখা প্রথম কবিতা এটাই ছিল। আশাকরি কবিতার কথাগুলো ভালো লাগবে।