প্রেমের ভয়
রাতুল হোসেন
আমি বৃষ্টি দেখে পুলকিত
তুমি মেঘ দেখে ভীত,
আমি গোলাপ সুবাসে বিমহিত
তোমার কাটার আতঙ্ক।
দূরে কেন দাও ঠেলে
ভয় হয় কাছে এলে,
পারবেনা যেতে দূরে
থাকব আমি হৃদয়জুড়ে।
বলতো চলছে কি
হৃদয়ে তোমার?
দূরে কেন থাকতেই
চাও থেকে আমার?
ভয় পাও বাসতে ভালো
হারাবার ভয়!
ওমা,এটুকু রিস্ক তো
নিতেই হয়।
প্রেম না হয় নাই করলে
ভলো তো বাসবে?
আরে বিয়ের পরে
আপত্তি আছে?
একবার দেখো হাতটা ধরে
নড়বনা কিঞ্চিত তোমায় ছেড়ে,
বিচ্ছেদ ঘটবেনা কভু মোদের
ছিটাব প্রেম হৃদ উজার করে।