অপরূপা মানবী
রাতুল হোসেন
মাসাল্লাহ!
অপরুপা মানবী কি তোমার চাওয়া
তোমার চোখে কেন অতৃপ্তিরর ছায়া?
মনে কি আছে কোন কথা লুকানো
বলতে চেয়েও পারোনি কখনো?
ঐ চশমার নিচে লুকাও কার মুখ
ঐ হাসিটার পিছে আছে কোন দুখ,
বলনা রুপসী তোমার মনে কোন ব্যথা
কাউকে বলবোনা আমি সে কথা।
কেন তুমি আনমনা চুপ করে থাকো
মনে কি কোন কিছু চাপা দিয়ে রাখো,
অভিমান কারো প্রতি যদি করে থাকো
ক্ষমা করে মনটাকে সাফ করে দেখো।
ক্ষমা দেয় শান্তি মহতও বানায়
সবাইতো ভুল করে ক্ষমাও করতে হয়,
মনে কি আছে তোমার কোন সংশয়
দূর করে ভূলে যাও মনের সব ভয়।
কতবড় জগত তোমার কতটুকু আঁশ
তোমার ঐ জগতে কেকরে বাস,
তোমার আকাশে যদি রংধনু ওঠে
নাকি শুধু সেখানে মেঘ জমে থাকে।
মাসাল্লাহ তুমি ওগো বড়ই নন্দন
রহমান আল্লাহর অপরূপ সৃষ্টি ,
ভালোবাসায় ভরে যেন জগত তোমার
দোয়া রবে রোজ যেন হয় বৃষ্টি।
সরল ভাষায় : এই যে অসম্ভব সুন্দর মেয়ে তুমি কি চাও? তোমাকে দেখে মনে হয় তোমার কোন একটি চাওয়া পূরণ হয়নি।মনে কোন ব্যাথা লুকানো আছে কি? তোমার হাসি দেখে মনে হয় তুমি মন থেকে হাসতে পারছ না। যদি কোন ব্যাথা চাপা দিয়ে রাখো আমাকে বলতে পারো আমি কাউকে বলবনা।যদি কারো প্রতি অভিমান করে থাকো তাকে ক্ষমা কর,মন হালকা হয়ে যাবে।তোমার কি কাউকে হারানোর ভয় হচ্ছে? কাকে নিয়ে তুমি জগত গড়েছ? তোমার জগতটাই বা কত বড়? অসীম দয়ালু আল্লাহর তুমি খুব সুন্দর একটা সৃষ্টি। দোয়াকরি তোমার জগত যেন সুখে ভরে যায়।