মনে পড়ে
রাতুল হোসেন
মনে পড়ে আজো ঐদুটি আঁখি
মনে পড়ে আজো মুখের হাসি,
ভালোলাগে আজো তোমার কথা
তোমাকে আজো আমি ভালোবাসি।
বলেছিলে তুমি করেছি ভুল
অপরাধ আমার ভালোবাসা,
জানোনা তুমি নও শুধু প্রেম
তুমি আমার আত্মার নেশা।
জানি পাবোনা তোমাকে আমি
চাইবনা পেতে আর কভু তোমাকে,
দূরে থাকো তুমি তবু সুখে থাকো
আকাঙ্ক্ষা জানাই অন্তর থেকে।
নাইবা মিললে তুমি জাগতিক নিয়মে
ভোরের রবি হয়ে হাতে রেখো হাত,
যাবো মিশে ভালোবেসে ঐ দূর আকাশে
তুমি হেসে যেও মিশে এই আমাতে।
সরল ভাষায় : আজও বারবার তোমার কথা মনে পড়ে যায়। এখনো তোমাকে আমি ভালোবাসি।তুমি বলেছিলে তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি। তুমি জাননা তুমি আমার আত্মার সাথে মিশে গেছ।আমি জানি আমি কখনো তোমাকে পাবোনা।তুমি যদি আমার থেকে দূরে থেকে ভালো থাকো তবে তাই হোক। ইহকালে নাই বা পেলাম তোমায়।
- এক বন্ধুর অনুভূতিগুলো মন ছুঁয়ে গেছিল তাই কবিতা লিখে ফেললাম।