তোমার অপেক্ষায়
রাতুল হোসেন
এক যুগপথ হয়ে গেল পার
আসলেনা তুমি আজও,
জানতে বড় আকাংক্ষা জাগে
আজও কি তেমনই সাঁজো।
আজও কি করো রূপের দম্ভ
আছোকি তেমনই সুশ্রী,
নাকি হয়েছ ক্লেশে ডুবে
লোকের চোখে বিশ্রী?
মনে পড়ে আজও তোমার হাসি
তোমার ঐ রাগী চেহারা,
ধরেছিলে হাত করেছিলে বাত
দিয়েছিলে মোরে সাহারা।
কারাগার থেকে হয়েছিলাম বের,
অনুভূত হচ্ছিল এমনই কিছু
তাইবুঝি নিয়েছি তোমার পিছু।
যত দেখেছি আকাংক্ষা বেড়েছে
তোমার অভিব্যাক্তি মন কেড়েছে,
চলে গেছ দূরে তবুও জানি
অগচরে তুমিও ভালোবেসেছ।
আমার পৃথিবী তোমায় ঘিরে
আশা মোর তুমি আসবে ফিরে,
তোমার অপেক্ষায় একযুগ কেন
হাজার হাজার যুগ যাকনা চলে।