For More Update Visit Here. Guidance

বাংলা বিরহের কবিতা কেন তুমি

বাংলা বিরহের কবিতা - bangla biroher kobita,বাংলা দুঃখের কবিতা - bangla dukkher kobita,English sad poem,রাতুল সমগ্র,বাংলা কবিতা সাহিত্য
       কেন তুমি
            রাতুল হোসেন 

যদি তুমি পারতে বুঝতে হৃদয়টাকে
হৃদয় ভারতো না বেদনায়,
হৃদয়ে আছো তুমি ;স্বয়নে-স্বপনে
রয়েছ তুমি মোর চেতনায়।

ভাবনায় আমি রোজ ঘিরছি হৃদয়টাকে
সত্যি কি হবে সেটা কোনদিন,
নাকি শুধু মরিচিকায় থাকবে মোর হৃদয়
থাকতে হবে মোরে তুমি বিন।

থেকেছকি কভু তুমি চেয়ে মোর আঁখিপানে
বুঝেছকি প্রেম এই চাহনিতে?
হৃদয়মাঝে আছে একরাশ প্রেম
পারনিকি হৃদকথা বুঝে নিতে?


বুঝলে হয়তো তুমি বলতে কিছু
যখন নিয়েছি তোমার পিছু,
দিতে কোন পন্থায় মোরে ইশারা
দাওনি তাইতো মন দিশেহারা।

প্রচেষ্টা করেছি বহু বোঝাতে তোমায়
তবু তুমি বদলাওনি স্বভাব,
জানিনা বুঝেছ নাকি বোঝনি
কেন তুমি রও আজো নিরব।

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.
একটি মন্তব্য পোস্ট করুন