For More Update Visit Here. Guidance

বাংলা আত্মপ্রকাশক কবিতা দূর আকাশের তারা

বাংলা কবিতা - bangla kobita, রাতুল সমগ্র, বাংলা কবিতা সাহিত্য,কবিতা, Bengali poems
দূর আকাশের তারা
        রাতুল হোসেন 

দূর হতে দেখব তোমায়
দূর হতেই ভালোবাসবো,
দূর হতে হাসাবো তোমায়
দূর হতেই হাসবো।

জ্বলতে মোরে দেখতে পারো
পারো দেখতে নিভতে,
যতই দেখো কারণ তবু
পারবে না বুঝতে।

দেখবে আরো বনপক্ষী
আসছে আমার পানে,
শুনতে পাবে সংগীত তার
বাজবে তোমার কানে।

চাইলে তুমি পারো কইতে
তোমার হৃদ-কথা,
শুনবো আমি নিরব হয়ে
দেব না কভু ব্যাথা।

বলতে পারো সেই কথাটাও
যা বলনি কাউকে,
তবু তোমার হৃদয় সেটা
চায় ব্যক্ত করতে।


ভাবতে পারো আমায় তুমি
এমন একটা ডায়েরি,
যা পড়ার ক্ষমতা খোদা
কাউকেই দেয়নি।

করতে পারো ভরসা মোরে
ঠকবাজ আমি নই,
তবে বেশিরভাগ সময়ই
সত্য কথা কই।

সুখে তুমি খুঁজনা আমায়
চাইনা দিতে দেখা,
দুখে তবে খুঁজতে পারো
লাগে যদি একা।

প্রচেষ্টা করব বুঝতে তোমায়
সুখ-পথ দেখাতে,
পুলক তবে পেলে খুঁজে
হবে মোরে হারাতে।

চাও যদি কভু দেখতে মোরে
খুঁজো রাত্রি সারা,
শুন্যাধারে লুকিয়ে আমি
দূর আকাশের তারা।

إرسال تعليق

Please do not enter any spam link in the comment box.
إرسال تعليق