অপ্সরী রূপসী 
        রাতুল হোসেন 
  মাসাল্লাহ! 
 হে অপ্সরী রূপসী 
সৌন্দর্য তোমার অনেক বেশি 
মনকাড়া হাসি দিতে জানো,
মনেমনে কার ছবি আঁক
আমার সামনে চুপ থাক
নিজেকে অতিভাষী মানো।
ভালোবাসো কাকে জানি না
জানি সে আমার অচেনা 
ভাগ্যবান সে আসলে,
স্বর্নালী তোমার ঐ মন
ভালোবাসায় ভরা প্রতি কোণ
কিকরে সে পায় নাহলে।
লজ্জারাঙা ঐ মূখ
কেড়েছে শত শত বুক
আসলেই তুমি সুন্দর,
পড়েছে প্রেমে অনেকেই
ভাবছি তার জন্যেই 
ভেঙেছে বহু অন্তর।
বিড়ালিনী তোমার নয়ণ
দেখিয়েছে শতজনে স্বপন
পাঠিয়েছে চন্দ্রদেশে,
গোলাপ পাপড়িমাখা ওষ্ঠ
বহু নিয়ত করেছে ভ্রষ্ঠ
মনে হয় জ্ঞানও হারিয়েছে। 
