ফিরে পেতে চাইবোনা
রাতুল হোসেন
মেঘ জমেছে মন আকাশে কতটা যে
জানি না,
তুমি আবার আসবে ফিরে এ জিবনে
মানি না।
পৃথিবী আমার বদলেছে কতটা
সে কথা তুমি জানবে না,
ভুলে যাবো তোমায় এটা বলছিনা
ফিরে পেতেও আবার চাইবোনা।
প্রেম ঘর বেধেছে কত বুকে
বুঝবে না,
ভালো বেসেছি কতটা যে শুধু তোমাকে
বলব না।
দেবনা বুঝতে মনের ব্যথাগুলো
পারবেনা বুঝতে আর কোনদিনও,
ভুলে যাবো তোমায় এটা বলছিনা
ফিরে পেতেও আবার চাইবোনা।
দিন কিকরে যাচ্ছে কেটে তোমার অসুখে
শুনবে না,
দেখবে কখনো এই আমাকে তোমার মনে
পড়বে না।
ভালো থাকো তুমি এতটুকুই আশা
ভুলে গিয়ে আমার সব ভালোবাসা,
ভুলে যাবো তোমায় এটা বলছিনা
ফিরে পেতেও আবার চাইবোনা।
সরল ভাষায় : আমার মনে কত কষ্ট যে জমে আছে তা হয়ত আমিও জানি না।তুমি আর আমার জিবনে ফিরে আসবে না তা আমি মেনে নিয়েছি।আমার কোন খোঁজ আর তুমি নিতে পারবেনা।তোমাকে কখনো ভুলতে পারব না,তবে তোমাকে আর ফিরে পেতেও চাইবোনা।কারন তুমি আমার সাথেও সুখী হবে না।তুমি আর আমার কোন খোঁজ নেয়ার চেষ্টা করোনা। দেখবে একদিন আমার কোন স্মৃতি তোমার মনে পড়বে না।আশা করি তুমি সুখী হবে।
মনের মানুষকে অনন্তকালের জন্য ভুলে যাওয়া একজন মানুষের অনুভূতি ব্যক্ত করা হয়েছে।